কবি নূরুল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
হিসেব রক্ষকের জমিনে,
লুৎফুর রহমান চাষ করেছে
ছায়েরার সাথে কাবিনে ।
কড়ায় গন্ডায় হিসেব করে
রূপিত হল ফসল,
মরিচ গাছে গোলাপ ধরেছে
রূপন করে হয়েছে সফল।
মরিচ গাছে গোলাপের কলি
বঙ্গবন্ধুর গুনের কথা বলি,
ফুলের গন্ধে মরিচের ঝাঁজ
ইয়াহিয়ার চোখে পড়ছে ধূলি।
চার্জলাইট অপারেশন চালিয়ে
রক্তাক্ত বাঙ্গালি,
নয় মাস রক্ত ঢেলে
স্বাধীন বাংলা বলে
গর্জে উঠিল প্রিয় যুদ্ধা বাঙ্গালী।
৪টি বছর ফুলের
সুগন্ধে ঘুম আসিলো
বাঙ্গালীর চোখ ভরে,
স্বাধীন বাংলায় ঘুম আসিয়া
খুশি লেগেছে অন্তরে।
১৫ই আগষ্ট ফুলটি ঝরে গেল
আমাদের কাছ থেকে চিরতরে,
অপূরন্ত ক্ষতির সামিল
চলে এলো বাংলার
ঘরে ঘরে ।
একটি আলোর দিয়াশলাই কাঠি
রেখে গেছে বাংলার জমিনে,
প্রতিবাদ গর্জে উঠে
যেন তার কানে শুনে ।
Leave a Reply