নিজস্ব প্রতিবেদক: শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় বহদ্দারহাট বহদ্দার বাড়ী সিটি মেয়রের বাসভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরীর সাথে সদ্য অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উত্ত মতবিনিময়ে মেয়র বলেন- জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সড়ক খাতে একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। এই সংগঠনের চট্টগ্রাম মহানগর ও জেলা শাখায় অতীথের নেতৃত্বে যারা ছিল তারা শুরুতে সড়ক পরিবহনে নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা দৃশ্যমান হলেও অনুপ্রবেশকারী এক ব্যাক্তি আওয়ামীলীগ সরকারের রাষ্ট্র ক্ষমতায়নকে পুঁজি করে ব্যাক্তি স্বার্থে সংগঠনকে ব্যাবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানে বল প্রয়োগ করে অনৈতিক কর্মকান্ডে সড়ক পরিবহন খাতে শ্রমিক লীগের অবস্থান বিতর্কিত করে সে আঙ্গুল ফুলে এখন কলাগাছে পরিনত। পরিবহণ শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির বর্তমান নেতারা অনুপ্রবেশকারী ধান্ধাবাজ থেকে সতর্ক থেকে দেশের অন্যতম বৃহৎ চালিকাশক্তি সড়ক খাতে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রম ইস্যু চিহ্নিত করতে হবে এবং সরকার ও দেশ বিরোধী নৈরাজ্য সৃষ্টিকারী, দান্ধাবাজ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকে শ্রমিক সমাজে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্যদিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত মত বিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো ইউছুফ, সহ সভাপতি ও কার্যকরী সভাপতি মো রফিক, সাধারণ সম্পাদক মো ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন চৌধুরী (সুরাত), সহ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন বড়ুয়া, অর্থ সম্পাদক মাহিন দে, মো দিদার, মো জাবেদ প্রমূখ।এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলার সদ্য অনুমোদনপ্রাপ্ত জেলা কমিটির নেতৃবৃন্দরা মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply