1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক   - দৈনিক চট্টগ্রাম সংবাদ
September 15, 2024, 10:53 pm

ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬, আহত শতাধিক  

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Tuesday, March 7, 2023
  • 106 বার পড়েছে

রাজধানী পুরান ঢাকার সিদ্দিক বাজারের ৭ তলা ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার(৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ঢাকা মেডিকেল হাসপাতাল  সূত্র জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৬ জনের মরদেহ হাসপাতালে পাওয়া গেছে। তারা হলেন-

ঢাকা বংশালের ১নং সুরিটোলার মমিনের ছেলে মো. সুমন (২১), বরিশালের কাজিরহাট থানার চর সন্তোষপুরের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), ঢাকার যাত্রাবাড়ীর পশ্চিমপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মুনসুর হোসেন (৪০), পুরান ঢাকার আলুবাজারের ৯৭ লুৎফর রহমান লেনের মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৪২), চাঁদপুরের মতলবের পশ্চিম লালপুরের বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (২৩),ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ চৈনকুটিয়ার মাষ্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত (১৮), পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম (৩৮), পুরান ঢাকার চকবাজার থানার ১১৫/৭/৫ ইসলামবাগের মৃত মমিনুল ইসলামের স্ত্রী নদী বেগম (৩৬), মুন্সীগঞ্জ সদরের সৈয়দপুর গ্রামের মৃত ছমির উদ্দিন আকনের ছেলে মাঈন উদ্দিন (৫০), পুরান ঢাকার বংশালের ৪৭নং কেপি ঘোষ স্ট্রিটের ইউনুছ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫), মানিকগঞ্জ সদরের চর বেউথা গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান বাবুল (৫৫), মুন্সীগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আবু জাফর সিদ্দিক (৩৪), পুরান ঢাকার বংশালের ১৮/১ আগামাসি লেনের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী আকুতি বেগম (৭০), ঢাকার যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের মৃত কালাচান মিরের ছেলে মো. ইদ্রিস মির (৬০), ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃত আলি মোহাম্মদ ভূঁইয়ার ছেলে নুরুল ইসলাম ভূইয়া (৫৫), পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজারের জাবেদ গলির হৃদয় (২০)।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনকে মৃত অবস্থায় আনা হয়।

গত কয়েকদিন ধরে আগুন ও বিফোরণের ঘটনা বেড়ে গেছে। গত রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হন।

তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad