রাজধানী দুই এলাকায় তিন দিনের মধ্যে দুটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার(৭ মার্চ) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গত রোববার ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের কাছে একটি ভবনে বিস্ফোরণে ৩জন নিহত হন। এরপর মঙ্গলবার সিদ্দিক বাজারে আরেক ভবনে বিস্ফোরণ ঘটে, যাতে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণগুলো ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবারের বিস্ফোরণের পর বিবৃতিতে ফখরুল বলেন, “এসব বিস্ফোরণের ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।”
এই ধরনের ঘটনার জন্য সরকারের গাফিলতিকে দায়ী করে তিনি বলেন, “আমি মনে করি, এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে।
“এই সরকারের আমলে মানুষের জীবনের কোন মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার প্রাণহানি ঠেকাতে পারছে না। আমি বিস্ফোরণের ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি।”
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব।
বিস্ফোরণে নিহতের ঘটনায় শোক করেন তিনি, আহতদের আশু সুস্থতাও কামনা করেন তিনি।
Leave a Reply