সংবাদ ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এক ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। এ কারণে বাংলাদেশের পুলিশ বিশ্বে রোল মডেলের ভূমিকায় রয়েছে। তবে এ নিয়ে আমরা (পুলিশ বিভাগ) আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা প্রতিনিয়তই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছি।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠার ৪৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। এতে সভাপতিত্ব করেন সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, প্রফেসর ড. নেজামুদ্দিন নদভী এমপি, বিভাগীয় কমিশনার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন ও চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, বর্তমান পুলিশ গণমুখী কাজ পরিচালনা করছে, জনগণের পুলিশ হতে হবে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।
তিনি বলেন, করোনাকালে পুলিশের ভূমিকা চিরস্মরণীয় থাকবে। পুলিশের মধ্যেও শৃঙ্খলা রোধে ব্যবস্থা, সাইবার ক্রাইম, নিত্য নতুন অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পুলিশকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। দেশ একটি স্থিতিশীল অবস্থায় আনতে সক্ষম হয়েছি। অপরাধের বহুমুখিতা রোধে প্রশাসনসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কারণে দেশ স্থিতিশীল রয়েছে। কমিউনিটি পুলিশিং, দেশি-বিদেশি, জঙ্গিবাদ দমনসহ নানান ক্ষেত্রে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিএমপির কমিশনার কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, চট্টগ্রাম নগরীতে বন্দর, টানেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা প্রদান, অপরাধ দমন, জঙ্গি দমন করে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ গড়তে কাজ করে যাচ্ছি।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে সিএমপি। বর্তমানে ১৬টি থানা, ৩০টি ফাঁড়ি ও দুটি পুলিশ লাইন নিয়ে চলছে সিএমপির কার্যক্রম। সদস্য সংখ্যা প্রায় ছয় হাজার। আরও অন্তত ৪টি থানা গঠনের প্রস্তাবনা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে বলে জানা গেছে।
Leave a Reply