সড়কে নিরাপত্তা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ–২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক– দক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচির ১০ম দিন রবিবার (১২ মার্চ) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে রুট পারমিটবিহীন বিভিন্ন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
ট্রাফিক দক্ষিণ বিভাগের টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, সড়কে রুট পারমিট বিহীন গাড়ি চলাচলের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং এর মাধ্যমে ট্রাফিক সচেতনতা বিষয়ে প্রচারণা করা হয়। ডিসি (ট্রাফিক- দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন স্যারের নেতৃত্বে বিভিন্ন গাড়ির রুট পারমিট চেক করা হয়।
ডিসি ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসির উদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে চলাচলরত রুট পারমিটবিহীন বিভিন্ন গাড়ির রুট পারমিট চেক করা হয়। যেসব গাড়ির রুট পারমিটের মেয়াদোত্তীর্ণ হয়েছে কিংবা এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করছে সে গাড়িগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন–২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিক–দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার) রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (কোতোয়ালী) জিয়াউল হাসান, সার্জেন্ট নাঈমুল ইসলাম, সার্জেন্ট মেহেদী মিরন, এটিএসআই আবদুল আহাদ সহ বিএনসিসি ও স্কাউটস দল।
Leave a Reply