মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথম হয়েছেন রাফসান জামান। এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় তিনি পেয়েছেন সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর। রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
রোববার(১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন আবেদনকারীর মধ্যে গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। তাদের মধ্যে পাস নম্বর পেয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন, যা শতকরা ৩৫.৩৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৫ শতাংশের বেশি।
পাসের হার কমে যাওয়ার ব্যাখ্যায় জাহিদ মালেক বলেন, “গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ কারণে পাসের হার ছিল বেশি। এ বছর পুরো সিলেবাসে পরীক্ষা হওয়ায় পাসের হার কম হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এর মধ্যে মেধা কোটায় ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ জন ভর্তি হতে পারবেন।
এর বাইরে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসন পূরণ করা হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply