1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
নারায়নগঞ্জে পুলিশি হেফাজতে নির্যাতন: সেই ওসি-এসআই কারাগারে - দৈনিক চট্টগ্রাম সংবাদ
February 6, 2025, 9:37 pm

নারায়নগঞ্জে পুলিশি হেফাজতে নির্যাতন: সেই ওসি-এসআই কারাগারে

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Sunday, March 12, 2023
  • 127 বার পড়েছে

সোনারগাঁয়ে এক কাপড় ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় দুই পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক। রোববার (১২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। তবে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৯ সালের ১৪ নভেম্বর আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা একটি মামলার তদন্ত শেষ হয়। গত ৯ ফেব্রুয়ারি আদালত ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই দুই আসামি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। এদিন জজ কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে সোনারগাঁয়ের দত্তপাড়া এলাকা থেকে কাপড় ব্যবসায়ী আনিসুর রহমান এবং যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে চোখ ও দুই হাত বেঁধে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের থানার ভেতরে অমানুষিক নির্যাতন করেন ওই দুই পুলিশ কর্মকর্তা।

নির্যাতনে জ্ঞান হারালে ব্যবসায়ী আনিসুরকে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখাকে হুমকি দেয়া হয় ঘটনা কাউকে না জানাতে। পরবর্তীতে এ ঘটনায় নারায়ণগঞ্জের আমলী আদালতে ওসি ও এসআইকে আসামি করে মামলা করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী মৃণাল কান্তি দত্ত জানান, ব্যবসায়ী আনিসুরের করা মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এদিন জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পণ করে তারা জামিন চাইলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার বাদী ব্যবসায়ী আনিসুর বলেন, আজকের আদেশে আমি সন্তুষ্ট। আশা করি, সামনে ন্যায়বিচার পাবো।

আসামিপক্ষ হুমকি ধমকি দিচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত মামলা উঠানোর জন্য আমাকে হুমকি ধমকি দিচ্ছে। আগেও আমার বাড়িতে লোকজন পাঠিয়েছে যাতে মামলাটি প্রত্যাহার করে নিই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad