1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
জনতার মুখোমুখি হবেন এমপি মাশরাফী - দৈনিক চট্টগ্রাম সংবাদ
February 9, 2025, 12:29 pm

জনতার মুখোমুখি হবেন এমপি মাশরাফী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Monday, December 19, 2022
  • 130 বার পড়েছে

সংবাদ ডেস্ক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফী বিন মোর্ত্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হচ্ছেন।

‌‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ শ্লোগান নিয়ে বুধবার (২১ ডিসেম্বর) ব্যতিক্রমী এ আয়োজন শুরু হবে সদরের হবখালী ইউনিয়ন থেকে। এরপর তিনি নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে মুখোমুখি হবেন জনতার।

ইউনিয়নের সাধারণ মানুষ আয়োজনটি করবেন। সেখানে যেকোনো রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপির কাছে তাদের এলাকা সম্পর্কিত যেকোনো প্রশ্ন করতে পারবেন।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা জানান, বুধবার বিকেল ৩টায় হবখালী হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। তারা তাদের এমপিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং এমপি তার উত্তর দেবেন।

এ বিষয়ে এমপির বাবা, আওয়ামী লীগ নেতা গোলাম মুর্তজা স্বপন বলেন, দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া এসব বিষয়ে জনগণ প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন এমপি। ধারাবাহিক এ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad