চট্টগ্রামের চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড়ে জমে উঠেছে ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রচার-প্রচারণা । এ নির্বাচনকে কেন্দ্র করে সাতঘাটিয়া পুকুর পাড় ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজারজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সাতঘাটিয়া পুকুর পাড়ের মোড়সহ ওই বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীক শোভা পাচ্ছে।
বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।ভোটারেরাও তাদের সাতঘাটিয়া পুকুর পাড় এলাকার কাঙ্খিত উন্নয়নে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত ওই এলাকা। এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিয়েছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনে বিজয়ী হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই বাজারের উন্নয়ন এবং ভোটারদের সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। বাজারের স্বার্থে নতুন প্রার্থীরা কাজ করবেন এমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
নির্বাচন কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা বলেন,সাতঘাটিয়া পুকুর পাড় ব্যবসায়ী সমিতির ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রহিম উদ্দিন- ছাতা প্রতীক, মোহাম্মদ শহিদুল ইসলাম-আনারস প্রতীক, মোহাম্মদ জসিম উদ্দিন-হরিণ প্রতীক, সহ-সভাপতি পদে সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক- তালাচাবি প্রতীক, মোহাম্মদ মফিজ- আম প্রতীক, মোহাম্মদ রাশেদ- বই প্রতীক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুভল কুমার দেব -প্রজাপতি প্রতীক , মোহাম্মদ জাহাঙ্গীর -দোয়াত কলম প্রতীক , অর্থ সম্পাদক পদপ্রার্থী সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান -ফুটবল প্রতীক ,শ্রীকান্ত দে- হাঁস প্রতীক , মোহাম্মদ জুবাইদুল করিম -গোলাপ ফুল প্রতীক, সদস্য পদপ্রার্থী, মোহাম্মদ মহিউদ্দিন -উড়োজাহাজ প্রতীক, রাজিব সরকার- মই প্রতীক, মোহাম্মদ মিজান চৌধুরী- টেবিল প্রতীক, আহমদ হোসেন -দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
নির্বাচন কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা আরো বলেন, এই নির্বাচনে ভোটার সংখ্যা ১০৩ জন। আগামী ২০ মার্চ এ সাতঘাটিয়া পুকুরপাড় ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যবসায়ী সমিতির নির্বাচনকে আমরা ছোট করে দেখছি না। ওইদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ডাক্তার ফারুক আহমেদ মেডিকেল সেন্টার এন্ড ডায়াগনস্টিক এ ভোট কেন্দ্র করা হবে। এই ভোট কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে একটানা নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply