নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে সালাউদ্দিন নামে এক মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বুধবার ( ২১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় মুরাদপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. সালাউদ্দিন নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার জান মোহাম্মদের নতুন বাড়ির মৃত নুরুল আলম বাবুর্চির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মুরাদপুরের ট্রাফিক ইন্সেপেক্টর ইস্রাফিল মজুমদার বলেন, বোয়ালখালী এলাকার এক নারী মুরাদপুর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলো, এসময় তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমি ও সার্জেন্ট ধীমান শীল তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করি। পরে মোবাইলটি ওই নারীকে ফিরিয়ে দেয়া হয়েছে এবং আটক ছিনতাইকারীকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply