1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, নিতে হবে শুধু অনলাইনে - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 9:42 pm

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল, নিতে হবে শুধু অনলাইনে

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Tuesday, March 21, 2023
  • 136 বার পড়েছে

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঈদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট শুধু অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমন ঘোষণা দিলেন খোদ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনও।

রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, এবার কোনো স্টেশনেই ঈদযাত্রার টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কাউন্টার থেকে সিটবিহীন টিকিটও বিক্রি হবে না। শুধু অনলাইনেই ৭ এপ্রিল থেকে টানা ১১ এপ্রিল পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদযাত্রায় কোনো টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে।

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন মঙ্গলবার(২১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ঈদযাত্রায় সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না। অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে যাবেন। অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না।

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট।

মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad