বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল আনোয়ারা উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদনকল্পে একটি আলোচনা সভা শনিবার (১৮ মার্চ) উপজেলার একটি হলরুমে অনুষ্ঠিত হয়। মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মো: নূরুল আলম খাঁনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কাঞ্চন। সভায় প্রধান বক্তা ছিলেন তাঁতীদল দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক মোঃ নূরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: ইব্রাহিম।
সভায় সর্ব সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো: হেলাল উদ্দিনকে সভাপতি, মো: জালাল উদ্দীনকে সিনিয়র সহ সভাপতি, মোঃ রাসেল ও মোঃ আবু তালেবকে সহ সভাপতি, মো: নূরুল আলম খাঁনকে সাধারণ সম্পাদক, মো: সিরাজ ও মো: কাশেমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ জামালকে সহ: সাংগঠনিক সম্পাদক করা হয়।
Leave a Reply