1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
বন্যার্থদের মাঝে গাউসিয়া কমিটি উদ্যোগে ত্রান বিতরণ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
October 13, 2024, 10:20 pm

বন্যার্থদের মাঝে গাউসিয়া কমিটি উদ্যোগে ত্রান বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Tuesday, August 15, 2023
  • 182 বার পড়েছে

এম.আর.মিনার,চকরিয়া(কক্সবাজার):বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্দেশে বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মানবিক টিম কর্ণফুলী শাখা। প্রয়োজনীয় ঔষধ সামগ্রীসহ ৩ হাজার পরিবারের জন্য রান্না করা ও শুকনো খাবারের ব্যবস্থা করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলী ও জেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। গত ৬ আগষ্ট স্মরণ কালের ভয়াবহ বন্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, পেকুয়া, বান্দরবান এবং বেশ কয়েকটি উপজেলার ইউনিয়ন প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এমন দূরাবস্থায় অসহায় বানবাসী মানবেতর জীবনযাপন করা মানুষের ঘরে ঘরে গিয়ে বন্যায় কবলিত এলাকায় ক্ষুধার্তদের হাতে হাতে গাউসিয়াতের ভালোবাসার উপহার তুলে দেন গাউসিয়ানরা।

রবিবার(১৩ আগষ্ট) গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে চিড়া, চিনি, মুড়ি, বিস্কুট, পানি, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধ করন বড়ি, মোমবাতি, গ্যাসলাইট, সাবানসহ রান্না করা খিচুড়ি নিয়ে পৌঁছে যান বান্দরবান, পেকুয়াসহ বিভিন্ন ইউনিয়নের বনবাসী অসহায় মানুষদের পাশে। এর আগে উক্ত ত্রাণকাজের ৪র্থ দিনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জনাব হাবিবউল্লাহ মাষ্টার।

গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় ত্রাণ কর্মসূচির সংক্ষিপ্ত বিতরণ সভায় বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর জেলার সভাপতি শাহাদাত হোসেন আল কাদেরী, গাউসিয়া কমিটি চন্দনাইশ মানবিক টিম লিডার শাহনেওয়াজ চৌধুরী শুভ, পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ফোরকান উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম, শাহাদাত হোসেন বাদশা, আসহাব উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর সদস্য মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ আরমান হোসেন, লোকমান হোসেন রানা, মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ আরাফাত রহমান,জোবায়েদ হোসেন রনি,শহীদুল ইসলাম, জাওয়াদ হোসেন তানজিম, মুহাম্মদ জাবেদ হোসেন, মুহাম্মদ আরফাত, লুৎফুর রহমান, এবং গাউসিয়া কমিটির জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad