এম.আর. মিনার, চকরিয়া : ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন চকরিয়ার সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব মাওলানা আবদুস সোবহানের সুযোগ্য সন্তান ফাঁসিয়াখালী ইউনিয়ন এর হাজিয়ান এলাকার বিশিষ্ট সমাজসেবক, ব্যাবসায়ী ও রাজনীতিবিদ, জনাব আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন। তাঁর ব্যাক্তিগত অর্থায়নে হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে শনিবার (১৩ই আগষ্ট) সকাল ৭ টা থেকে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ইউনিয়নের বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।
প্রথম দিন হাজিয়ান ১নং ওয়ার্ডে ৫৭০ পরিবার’র মাঝে ত্রান বিতরণ করেন এবং ১৪ই আগষ্ট (রবিবার) সকাল ৮টা থেকে পুনরায় ৪,৫,৬,৭,৮ এবং ৯ নং ওয়ার্ডে ৬৮০টি সহ মোট ১২৫০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। বন্যা দূর্গত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা স্বরূপ ব্যক্তিগত উদ্যোগে তিনি উক্ত কার্যক্রম হাতে নেন এবং ইউনিয়নের বন্যা দূর্গত একটি পরিবার ও সহায়তা থেকে বাদ যাবেনা বলে জানান।
আলহাজ্ব কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়ন এর সর্বস্তরের এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,
মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে অসংখ্য শোকরিয়া আদায় করছি। কারন তিনি আজ দল-মত নির্বিশেষে আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য আমাকে সুস্থ রেখেছেন এবং সুযোগ দিয়েছেন।স্মরণ কালের ভয়াবহ বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কেটে উঠতে আমাদের অনেক সময় লাগবে। বন্যায় আপনাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তবে আমি সাধ্য মতো চেষ্টা করে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি আমি সকল বিত্তবানদের অনুরোধ করব আসুন বন্যার্ত অসহায় মানুষের পাশে দাড়ায়। মহান আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে ধৈর্যের মাধ্যমে সকল মুসিবত গুলোতে নিজেকে রক্ষা করার তাওফিক দান করুক।
আমি আজীবন আপনাদের প্রিয়ভাজন হিসেবে সুখে দুঃখে পাশে থাকতে চাই।দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে যেন আপনাদের পাশে থাজকার তাওফিক দান করেন।
উক্ত ত্রান বিতরন অনুষ্টানে বিভিন্ন মসজিদের ইমাম- মোয়াজ্জেম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply