নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ই আগস্ট) আনোয়ারা থানার অর্ন্তগত ৯নং পরৈকোড়া ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিজুল হক চৌধুরী বাবুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট হরিপদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য জনাব গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিংরোল ২নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য এম.এ. মালেক, ৯নং পরৈকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিম মামুনসহ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এবং ৯নং পরৈকাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply