1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
বোয়ালখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ: গ্রেপ্তার ১ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
February 6, 2025, 11:28 pm

বোয়ালখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ: গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Saturday, December 24, 2022
  • 141 বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এ ঘটনা ঘটে। পরে থানায় মেয়ে শিশুটির মা বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর শাকপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত অলি আহম্মদ মিস্ত্রির ছেলে।

পুলিশ ও অভিযোগে সূত্র জানা যায়, প্রতিদিনের মত দুপুরে জাহাঙ্গীরের বাড়িতে বাচ্চাদের সাথে খেলতে গিলে শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে এসে মাকে বিস্তারিত ঘটনা বলে। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
শিশুটির চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল (রবিবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad