1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
আল-কুরআন একাডেমীর ৭ম সাধারণ সভা সম্পন্ন - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 11:12 pm

আল-কুরআন একাডেমীর ৭ম সাধারণ সভা সম্পন্ন

বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : Sunday, December 17, 2023
  • 86 বার পড়েছে

আল-কুরআন একাডেমীর ৭ম বার্ষিক সভা ১৬ ডিসেম্বর (শনিবার) জনাব মোহাম্মদ আবু তালেব সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় নিউ কাশবন রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব -নসরুল্লাহ খান রাশেদ সাহেব, জনাব সিরাজুল ইসলাম তালুকদার , জনাব আতিকুর রহমান সাহেদ, ইকবাল চৌধুরী, এম শওকত হোসেন, মোঃ মতলুবুর রহমান হায়দার, আবু সায়েম লিটন, মোঃ ছগির, শাহাদাত হোসেন সায়েম, হাজী ইউছুপ সওঃ, মোঃ ফারুক চৌধুরী, জালাল উদ্দীন রোকন, মোঃ ইসমাইল, নজরুল ইসলাম, মঞ্জুরুল হক, মোঃমফিজ,মোঃ সেলিম, হাফেজ কায়ছার, মোঃ জামাল উদ্দিনসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সাধারণ সভায় ২০২৩ সালের হিসাব উপস্থাপন এবং ২০২৪ সালের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

এতে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ফেব্রুয়ারী মাসে আল-কুরআন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন এবং আল-কুরআন একাডেমীর নিজস্ব জায়গার উপর প্রস্তাবিত নতুন ভবনের কাজের শুভ উদ্বোধন করা।

উদ্বোধনে উপস্থিত থাকবেন ৭নং জিরি ইউনিয়নের সকলের মুরব্বি বিশিষ্ট শিল্পপতি দানবীর জনাব আলহাজ্ব মীর আহমদ সওদাগর ও মীর গ্রুপের চেয়ারম্যান- জনাব আলহাজ্ব আব্দুস সালাম সাহেব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad