1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
চট্টগ্রাম নগরীর বায়েজিদে গার্মেন্টসে চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
October 13, 2024, 11:54 pm

চট্টগ্রাম নগরীর বায়েজিদে গার্মেন্টসে চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ কামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : Tuesday, December 26, 2023
  • 87 বার পড়েছে

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় গার্মেন্টসে চুরির ঘটনায় বিশেষ অভিযানে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চুরি হওয়া ১০ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রিল কাটা চোর চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২১ ডিসেম্বর( বৃহস্পতিবার) দিবাগত রাত ০৩.৪৫ ঘটিকা থেকে ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত অজ্ঞাতনামা চোর/চোরেরা ১টি অজ্ঞাত নাম্বারের ট্রাক নিয়ে এসে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল ফুলকলি ফ্যাক্টরির বিপরীত পাশে ইত্যাদি প্যাকেজিং লিমিটেডের ২য় তলার আটলান্টিক জিন্স লিমিটেড’র দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে গার্মেন্টসের ভিতরে প্রবেশ করে JACK কোম্পানীর ৮টি পেট লক মেশিন চুরি করে ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভুক্তভোগীর এই অভিযোগের প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোখলেসুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব পংকজ দে ও সহকারী পুলিশ কমিশনার জনাব বেলায়েত হোসেনের তত্বাবধানে, বায়েজিদ থানার অফিসার ইনচার্জের সার্বিক সহযোগিতায়, এসআই মোঃ জাকির হোসেন, এসআই মোঃ নাসির, এসআই মোঃ আজহারুল ইসলাম, এএসআই মোঃ মেজবাহ উদ্দীন, এএসআই হিমেল বড়ুয়া, এএসআই সৈয়দ আবুল হাশেম তথ্য প্রযুক্তির সহায়তায় বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ স্বপন, মোঃ দুলাল মৃধা, মোঃ শামসুদ্দিন, মোঃ মনির হোসেন, মোঃ সিফাত হোসেন ও মোঃ ফরহাদ হাসানকে আটক করেন।

এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে গ্রীল কাটার যন্ত্রপাতি, ঘটনায় ব্যবহৃত পিকআপ , চোরাই যাওয়া JACK কোম্পানীর ৭টি পেট লক মেশিন উদ্ধার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad