জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক ও সিএস টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার এর জন্মদিন। ৫ই জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার সময় চান্দগাঁও থানাধীন তাঁর নিজ বাসভবনে সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দের সম্মানে নৈশভোজের ব্যবস্থা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
এই তরুণ সাংবাদিক কর্মজীবনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন।
Leave a Reply