1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
ব্যাটারিচালিত রিকশা ও গ্রাম সিএনজি ট্যাক্সি বন্ধে অভিযান চালাবে চসিক- মেয়র - দৈনিক চট্টগ্রাম সংবাদ
September 15, 2024, 11:47 pm

ব্যাটারিচালিত রিকশা ও গ্রাম সিএনজি ট্যাক্সি বন্ধে অভিযান চালাবে চসিক- মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Tuesday, December 27, 2022
  • 130 বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক: এবার নগরীতে অবৈধভাবে চলা ব্যাটারিচালিত রিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা বন্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা করে দ্রুত এই অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর আন্দরকিল্লাস্থ চসিক পুরাতন নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ২৩ম সাধারণ সভায় সভাপতির বক্তব্য এই কথা জানান তিনি।

মেয়র বলেন, নগরীর অবৈধ ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ করে সোলার বিদ্যুৎ চালিত রিক্সা চালু করা বিষয়ে পরিক্ষামূলকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সাথে ফুটপাত হতে হকারদের উচ্ছেদ এবং উচ্ছেদকৃত স্থানে যাতে পুন:দখল হতে না পারে সে ব্যাপারে তিনি কঠোরভাবে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad