দৈনিক যুগান্তর ২৫ বৎসরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা হয়।
পরবর্তীতে দৈনিক যুগান্তরের আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, সহ-সভাপতি খালেদ মনসুর।
আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্তসহ আনোয়ারায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরপর ২য় দফায় আনোয়ারায় পারকি বীচস্থ লুসাই পার্কে কেক কেটে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক- প্রকাশক ও সিএসটিভি টুয়েন্টিফোর এর চেয়ারম্যান এম.হান্নান রহিম তালুকদার, সাংবাদিক ইউসুফ শাহ এবং শহীদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply