চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (১৭) নামে এক কিশোর খুনের ঘটনায় ফারুক (১৮) ও শামীম (১৭) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী সাজ্জাদ চান্দগাঁও থানাধীন খলিফাপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে খাজা রোড এলাকায় কথা কাটাকাটির জেরে তাকে সাজ্জাদকে ছুরিকাঘাত করা হয়। ভোর পৌঁনে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, নিহত সাজ্জাদ অটো ইলেকট্রিক কারিগর। শুক্রবার রাতে কথা কাটাকাটির জেরে তাকে তারই পূর্বপরিচিত ওয়াসিম, ফারুক ও শামীমসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ভোর পৌঁনে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ফারুক ছুরিকাঘাত করেন সাজ্জাদকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply