মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভা ও শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি কলিমউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমত রঞ্জন বড়ুয়া লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার প্রচার সম্পাদক ওসমাগনী,অর্থ সম্পাদক হাজ্বী সেলিম, সাংবাদিক কাশেম, সাংবাদিক জিয়া হোসেন, শিক্ষক ও সাংবাদিক মাষ্টার সেন্টু, সাংবাদিক ও সাবেক মেম্বার কাইসার হামিদ।
তুষার কান্তি বড়ুয়া তার বক্তব্যে বলেন আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।
বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এইদিন(৮ই ফাল্গুন,১৩৫৮) বাংলাকে পূর্বপাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।
Leave a Reply