সিএমপি ট্রাফিক-দক্ষিণ’র চৌকস সার্জেন্ট শান্তময় দাশের লেখা সাড়া জাগানো বই “তেতুল গাছে ভূত” এর কপি উপহার পেলেন দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক- প্রকাশক ও সি.এস টিভির চেয়ারম্যান এম. হান্নান রহিম তালুকদার।
বৃহস্পতিবার (৭ই মার্চ) উপ-পুলিশ কমিশনার
ট্রাফিক-উত্তর’র চৌকস অফিসার সার্জেন্ট প্রসিকিউশন মো.ওসমান তাঁর নিজ কার্যালয়ে লেখকের পক্ষে উপহারটি প্রদান করেন ।
Leave a Reply