সোমবার (৪ মার্চ) সকাল ১০ ঘটিকার সময় লোহাগাড়ায় আসেন লোহাগাড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় সাথে ছিলেন লোহাগাড়া সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও সিআইপি জনাব এমএ মোতালেব এমপি, লোহাগাড়া উপজেলার আগামী দিনের অভিভাবক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব ফোরকানুল্লাহ চৌধুরী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী শিশুতলা নামক এলাকা থেকে তাদেরকে ফুলে ফুলে অভিনন্দন জানিয়ে বরণ করেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী হিরো। বরণ করে রাজগাড়া অস্ত রাজমহল কমিউনিটি সেন্টারে নিয়ে আসলে তাদেরকে উপজেলা আওয়ামী কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার সভাপতি তুষার কান্তি বড়ুয়ার নেতৃত্বে ফুলে ফুলে অভিনন্দন জানান লোহাগাড়া উপজেলা আওয়ামী কৃষকলীগ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সহ প্রচার সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমত রঞ্জন বড়ুয়াসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
Leave a Reply