লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। লোহাগাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ রুমখী ক্লাস পাড়ার মকবুল আহমদের ছেলে মোহাম্মদ তাহের (২৮), কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ রুমখী মাতবর পাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে নুরুল আবছার প্রঃ মানিক (২৭)।
ওসি রাশেদুল ইসলাম বলেন আমার নেতৃত্বে লোহাগাড়া থানার সকল অফিসার দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে শুধু চোর নয় কোন ধরনের অপরাধ সংঘটিত হতে দেবো না আমি নিরাপদ লোহাগাড়া গড়তে ও সরকারের সুনাম রক্ষা করতে কাজ করে যাব। আমি লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিক ও সকল জনসাধারণের সহযোগিতা কামনা করছি।
এই বিষয়ে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক নগর পিতা মামুনুর রশীদ মামুন বলেন সাহসিকতার দৃষ্টান্তই হয়ে রইল লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম। উনার জন্য শুভ কামনা নিরন্তর। অপরাধ নির্মূলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জসহ পুরো টিম বদ্ধ পরিকর।
Leave a Reply