1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
জিনবোধি ভিক্ষুর উপর হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 9:51 pm

জিনবোধি ভিক্ষুর উপর হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Sunday, March 10, 2024
  • 82 বার পড়েছে

সদ্য একুশে পদকপ্রাপ্ত ড.জিনবোধি ভিক্ষুর উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ রবিবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় পর্যন্তু চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী, সাধারণ সম্পাদক ওসমান এহতেশাম, চট্টগ্রাম ভিক্ষু সংঘের সদস্য এডভোকেট সুজন কুমার বডুয়া প্রমুখ।

বক্তারা গত ৮ই মার্চ চট্টগ্রামের ডিসি হিল বৌদ্ধ মন্দিরের মাঙ্গলিক সভায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু মহাথের এর উপর শচীভূষণ বড়ুয়ার স্ত্রী রেখারাণী বড়ুয়া কর্তৃক হামলা ভিক্ষু সমাজের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন । ড. জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা। প্রফেসর জিনবোধি ভিক্ষুর ওপর এ হামলা উদ্দেশ্য প্রণোদিত। বৌদ্ধ বিহারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজে এত লোকের উপস্থিতিতে কোন নারীর শ্লীলতাহানী করা সম্ভব নয় বলে জানান। বক্তারা বলেন বৌদ্ধ মন্দিরের নেতৃত্ব ও ভিক্ষু স্যারের একুশে পদক পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে একটি মহল। জিনবোধি ভিক্ষুর রাষ্ট্রীয় এই মর্যাদাকে মেনে নিতে পারেনি তারা। যেখানে একজন মানবিক মানুষ নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ। অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad