গারাংগিয়া দরবার শরীফের তত্ত্বাবধানে শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও ইসলামী যুব কাফেলা বাঁশখালী শাখার যৌথ উদ্যোগে (৯ মার্চ) শনিবার বাদে যোহর বাঁশখালী থানাধীন কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ১১তম বার্ষিক ত্বরিকত সম্মেলন, যিকর, দোয়া ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত আলহাজ্ব শাহসুফী মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী, পীর সাহেব কেবলা, দরবারে আলীয়া গারাংগিয়া; প্রতিষ্ঠাতা সভাপতি ও মহাপরিচালক, শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ। মাহফিলে ৪ অধিবেশনে সভাপতিত্ব করেন শাহজাদা মাওলানা মুহিউদ্দীন মজিদী, হযরত আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারী। সংগঠন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আসহাব উদ্দিন চেয়ারম্যান ও আলহাজ্ব মাওলানা সৈয়দ জগলুল ইসলাম।
বাদে মগরিব ফাতেহা শরিফ পরিচালনা করেন শাহ সুফী মাওলানা ক্বারী আবদুল মাবুদ। আলোচনা করেন জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা ইউসুপ বিন নুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. আলহাজ মাওলানা এনামুল হক মোজাদ্দেদী, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ শাহে আলম, জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলাম, পালেগ্রাম হাকিম মিয়া শাহ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা হারুনুর রশিদ। আরো উপস্থিত ছিলেন গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা মাদ্রাসার সভাপতি শাহাজাদা আলহাজ্ব মাওলানা আবু রাশেদ, মোহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকী, শাহ মজিদীয়া ইসলামি কমপ্লেক্স আগ্রাবাদ এর পরিচালক ও শাহ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহাজাদা মাওলানা মোহাম্মদ মঈনদ্দিন মজিদি, আলহাজ্ব শাহ্সূফি মাওলানা আহামদ নজির, আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ্ব আহমদ হোছাইন চৌধুরী, আলহাজ্ব নুরুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোজাহিদুল হক চৌধুরী, আবু ছালেক, আলহাজ্ব মোহাম্মদ সেলিম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ। পীর সাহেব কেবলার হেদায়তি নছিহত, যিকর, মিলাদ-কেয়াম ও আখেরি মোনাজাত, তাবরুক বিতরন এর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মাহফিলে বক্তারা বলেন নামাজের মাধ্যমে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয়।
Leave a Reply