পরৈকোড়া ইউনিয়ন সমিতির নামে কতিপয় ব্যক্তি সম্প্রতি পরৈকোড়া ইউনিয়ন সমিতি গঠন করা হচ্ছে বলে পরৈকোড়া এলাকার বিভিন্ন ব্যক্তিকে ফেইসবুকে ট্যাগ করে একটা পোস্ট দেওয়া হয়েছে। উক্ত অপপ্রচারের বিষয়ে পরৈকোড়া ইউনিয়ন সমিতির সভাপতি সাংবাদিক সুজিত কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ রায়, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ সালাম, ছত্তার হাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবু বক্কর, সমিতির উপদেষ্টা ডা: বাবলা দাশ, সমিতির অর্থ সম্পাদক গৌকুল দাশ, সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার উজ্জ্বল কান্তি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হান্নান রহিম, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন, পরৈকোড়া ইউনিয়ন সমিতির নির্বাহী সদস্য সৈকত প্রকৃতি প্রমূখ।
বক্তারা বলেন উক্ত পোস্টের কারণে পরৈকোড়া ইউনিয়ন সমিতির সদস্য এবং পরৈকোড়াবাসী বিভ্রান্ত হচ্ছে। পরৈকোড়া ইউনিয়ন সমিতির গঠিত কমিটি এখনো বলবৎ আছে। বক্তারা তাদের বক্তব্যে এহেন ঘৃণিত উদ্দেশ্যমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্রের পথ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বক্তারা, অন্যথায় প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান।
Leave a Reply