1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ আসে: ডা. শাহাদাত - দৈনিক চট্টগ্রাম সংবাদ
February 9, 2025, 11:49 am

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ আসে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, March 24, 2024
  • 93 বার পড়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে। জাসাসকে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে, যাতে তারা বিদেশি সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়। এজন্য জাসাসকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। জাসাসের নেতৃত্বকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে।

রবিবার (২৪ মার্চ) বিকালে নগরীর জিইসি মোড়ের কাজী রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় জাসাসের সদস্য এবিএম সোহেল রশিদ ও আমিনুল ইসলাম আমিন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে আজকে মানুষের পেটে খাবার নেই, চারদিকে হাহাকার চলছে। কিন্তু সরকার উন্নয়নের বুলি আউড়িয়ে বেড়াচ্ছে। আসলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ আসে। পথেঘাটে মানুষ না খেয়ে থাকে।

জাসাসের নেতাকর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশ একটি কঠিন সময় পার করছে। দেশের ওপর চেপে বসা জগদ্দল পাথর সরাতে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি, সেখানে জনগণেরই বিজয় হবে।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব নাছির উদ্দীন, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাঈফুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, কেন্দ্রীয় জাসাস নেত্রী নাজমা সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবদুল আহাদ রিপন, মহানগর জাসাসের যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন, নজরুল ইসলাম তুহিন, ফজলুল হক মাসুদ, মহিন উদ্দিন, জাসাস নেতা আবদুল হান্নান শিবলী, জহির হোসেন, রিপন ভান্ডারী, জাহিদ সুমন, আমিনুল ইসলাম রিপন, সালাউদ্দীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad