1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
ঈদের পূর্বেই শ্রমিকদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করা হোক -নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভায় নাছির - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 13, 2025, 7:14 am

ঈদের পূর্বেই শ্রমিকদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করা হোক -নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভায় নাছির

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Tuesday, April 2, 2024
  • 173 বার পড়েছে

শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি সংশ্লিষ্ট সকলকে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস সহ বকেয়া মজুরি বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন শ্রমিকদের যাতে বেতন বোনাস সহ বকেয়া মজুরির দাবীতে আন্দোলন করতে না হয়, তাদের চোখে যেন পানি না আসে। তারা যেন সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হউক। সোমবার( ১লা এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অফিসে বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক শ্রমিক তাঁর সাথে সাক্ষাতে মিলিত হয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো: সাইফুল ইসলাম সুমন, নুরুল আলম মাস্টার- কার্যকরী সভাপতি, জাহাঙ্গীর আলম মাস্টার (১ম শ্রেণি)- সহ সভাপতি, মো: ইদ্রিস মোল্লা- সহ সভাপতি, মো: নুরুল হোসেন- যুগ্ম সাধারণ সম্পাদক, মো: নুর ইসলাম (মহাজন)- যুগ্ম সাধারণ সম্পাদক, মো: জাফর- সাংগঠনিক সম্পাদক, মো: সাইফুল ইসলাম নুর – সহ সাংগঠনিক সম্পাদক, রাসেল (শিকলবাহা)- সহ সাংগঠনিক সম্পাদক, হারুন রশিদ (মাস্টার)- কোষাধ্যক্ষ, হাছান সুকানী- সহ কোষাধ্যক্ষ, জামাল সুকানী- সহ কোষাধ্যক্ষ, মো: ফারভেজ সুকানী- দপ্তর সম্পাদক, আব্দুল রাজ্জাক সুকানী (রাজু)- সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর- সহ দপ্তর সম্পাদক, মো: ফরহাদ মাস্টার (১ম শ্রেণি)- আইন বিষয়ক সম্পাদক, দিদার আলম- সহ আইন বিষয়ক সম্পাদক, ওমর ফারুক (রানা)- সহ আইন বিষয়ক সম্পাদক, মো: সুমন ড্রাইভার-প্রচার সম্পাদক, ইব্রাহিম (কালু)- সহ প্রচার সম্পাদক, ইলিয়াস সুকানী- সহ প্রচার সম্পাদক, মো: তসিল সুকানী- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো: জয়নাল আবেদীন- ধর্ম বিষয়ক সম্পাদক, মো: রুবেল- সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রেদওয়ান সুকানী-শ্রম বিষয়ক সম্পাদক, রিয়াজ উদ্দীন সুকানী- সহ শ্রম বিষয়ক সম্পাদক, আলমগীর সুকানী- সহ শ্রম বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম মাস্টার (১ম শ্রেণি)- ক্রীড়া সম্পাদক, আলী আজগর- সহ ক্রীড়া সম্পাদক, মো: রাসেল সুকানী- সহ ক্রীড়া সম্পাদক, কার্যকরী সদস্যবৃন্দরা হলেন- মো. রাজীব সুকানী, মো: মনির মাঝি, মো: সালাউদ্দীন, মো: দিদার আলম সুকানী, মো: কামরুল, মো: মামুন সুকানী, নুর আলম মিস্ত্রী, আলাউদ্দিন মিস্ত্রী, মো. নুরুল ইসলাম, আবু মনছুর, পিন্টু সাহা, মো. সবুজ ও আব্দুস সাত্তার সুকানী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad