1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
বান্দরবানে সমন্বিত অভিযানে কেএনএফ'র সমন্বয়ক গ্রেফতার-২টি অস্ত্র উদ্ধার - দৈনিক চট্টগ্রাম সংবাদ
October 13, 2024, 10:06 pm

বান্দরবানে সমন্বিত অভিযানে কেএনএফ’র সমন্বয়ক গ্রেফতার-২টি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, April 7, 2024
  • 117 বার পড়েছে

বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওচিম বমকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার(৭ এপ্রিল) বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। একই দিন রুমা ও থানচি পরিদর্শনের পর সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বান্দরবানে কেএনএফ অস্ত্রধারীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সমন্বিত অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

এদিকে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, মসজিদে হামলা ও অপহরণের ঘটনায় রুমা ও থানচিতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে রুমার অভ্যন্তরীণ যান চলাচল প্রায় বন্ধ ছিল। থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি করে ছয়টি শাখার কার্যক্রম বুধবার থেকে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে। এ কারণে বাসিন্দারা আর্থিক কষ্টে রয়েছেন। রোববার বেলা সাড়ে ৩টায় বান্দরবান র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অধিনায়ক এসএম সাজ্জাদ জানান, শনিবার রাতে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের স্যারনপাড়া নিজ বাসা থেকে চেওচিম বমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বাসার আলমারি থেকে ২টি অস্ত্র এবং এক্সপ্লোসিভ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে বম কেএনএফের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি কেএনএফের সশস্ত্র শাখার লোকজনকে বিভিন্ন সময়ে বাড়িতে রেখে পরামর্শ ও সহযোগিতা করে আসছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩ এর স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। সূত্র জানায়, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্ত এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। যৌথ বাহিনী রুমা ও থানচিতে তাণ্ডবের ঘটনায় ৬ জনকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। রোয়াংছড়ি-রুমা সীমান্তের পাইক্ষ্যংপাড়া, খেপলঙপাড়া, রনিনপাড়া এলাকায় কেএনএফ সশস্ত্র সংগঠনের অস্ত্রধারীরা অবস্থান নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

কয়েকজন জনপ্রতিনিধি জানান, কেএনএফ আতঙ্ক ছড়িয়ে পড়েছে রুমা ও থানচি উপজেলার ব্যবসায়ীদের মাঝে। ঈদ সামনে রেখে পর্যটকদের বরণে নেওয়া প্রস্তুতিতেও ভাটা পড়েছে। দোকানপাট ঠিকমতো খুলছে না। যারা খুলছেন তারাও সন্ধ্যার আগেই গুটিয়ে নিচ্ছেন। স্থানীয় বাজারগুলোতেও লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। পাহাড়ের অনেক গ্রামের আতঙ্কিত লোকজন অন্যত্র পালিয়ে যাচ্ছেন। বান্দরবান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, পর্যটকদের ভ্রমণে কোনো বাধা নেই। কিন্তু কেএনএফের সাম্প্রতিক কর্মকাণ্ডে ভ্রমণকারীদের শঙ্কা তৈরি হয়েছে। অনেকে ইতোমধ্যে ঈদের বুকিং বাতিল করেছেন। তবে আমরা পর্যটকদের আশ্বস্ত করতে চাই নীলগিরি, নীলাচল, চিম্বুক, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, বৌদ্ধ টেম্পলসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে নিরাপত্তার কোনো সমস্যা নেই।

আরও দুই মামলা : কেএনএফ তাণ্ডবের ঘটনায় থানচিতে আরও ২টি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়াল ৮টি। তার মধ্যে রুমায় ৪টি এবং থানচিতে ৪টি। সব মামলায় আসামি অজ্ঞাতনামা। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, এখন পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এর মধ্যে রুমায় সোনালী ব্যাংক কর্মকর্তা, মসজিদের ইমাম, পুলিশ ও আনসার বাদী হয়ে মামলা করে। আর থানচিতে সোনালী ব্যাংক কর্মকর্তা, কৃষি ব্যাংক কর্মকর্তা একটি করে এবং দুটি মামলা করে পুলিশ। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান : কেএনএফকে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। রোববার দুপুরে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, কমিটির সদস্য সচিব লালজার লম বম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের ৯ জুন ১৮ সদস্যবিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হয়। এরপর ৪টি ভার্চুয়াল বৈঠক ও ২টি সশরীরে বৈঠকে উভয়পক্ষের প্রথম বৈঠকে ৪টি ও দ্বিতীয় বৈঠকে ৭টি সমঝোতা স্বাক্ষরিত হয়। যোগাযোগ অব্যাহত রাখা হয়। হঠাৎ কেএনএফ সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে বলে আমরা মনে করি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad