1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
স্বজনহারা শিশুদের সঙ্গে সিএমপি কমিশনারের ঈদ উদযাপন - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 13, 2025, 7:00 am

স্বজনহারা শিশুদের সঙ্গে সিএমপি কমিশনারের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Thursday, April 11, 2024
  • 157 বার পড়েছে

ওরা একটি চিঠি লিখেছে। সকলের আবেগ-অনুভূতিকে এককাট্টা করে নতুন জরির সুতোয় বাঁধানো চিঠি। লিখেছে তাদের বাবাকে, তাদের অভিভাবককে- যিনি তাদের জন্য ঈদের পোশাক না কিনে, তাদের সাথে ঈদের সেমাই ভাগাভাগি না করে ঈদ করেন না। তিনি হলেন মান্যবর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

চিঠিটি পড়ছিল যে ছোট্ট মেয়েটি সে শুধু নিজেই কাঁদেনি, কাঁদিয়েছে পুলিশ কমিশনার মহোদয়কে, কাঁদিয়েছে সকলকে। এভাবেই উপলব্ধি’র স্বজনহারা কন্যাশিশুদের সাথে ঈদ উদযাপন করলেন সিএমপি কমিশনার। সাথে ছিলেন পুনাক, সিএমপি এর সভানেত্রী জনাব রীতা দাস মহোদয়। সকলে মিলে মাদুর পেতে, তাদের সঙ্গে এক কাতারে বসে মধ্যাহ্নভোজ। এ যেনো সত্যিকারের ঈদ উৎসব।

আজ বৃহস্পতিবার নগরের খুলশী এলাকায় অবস্থিত উপলব্ধি ফাউন্ডেশনের শিশু নিবাস ‘ঝরা পাতা’য় পরিবার বঞ্চিত শিশুদের সঙ্গে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়  ও পুনাক সিএমপি এর সম্মানিত সভানেত্রী  রীতা দাস মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মো. মোখলেছুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এবং ‘উপলব্ধি’র সদস্য ও কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad