1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
নৌ-সেক্টরের চলমান সংকট সমাধান ও জাহাজী শ্রমিকদের অমিমাংসিত দাবী আদায়ে মতবিনিময় - দৈনিক চট্টগ্রাম সংবাদ
September 15, 2024, 10:40 pm

নৌ-সেক্টরের চলমান সংকট সমাধান ও জাহাজী শ্রমিকদের অমিমাংসিত দাবী আদায়ে মতবিনিময়

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Saturday, May 18, 2024
  • 116 বার পড়েছে

মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ-সেক্টরে সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে ১১ দফা অমিমাংসিত দাবী বাস্তবায়ন ও নৌ-সেক্টরে চলমান সংকট সমাধানের দাবীতে শনিবার (১৮মে) সন্ধ্যা ৭টায় কর্ণফুলী নতুন ব্রীজ চত্বরে চট্টগ্রাম নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় সভায় ১১ দফা দাবীর বিষয়বস্তু তুলে ধরেন বক্তাগণ।

উক্ত ১১ দফা সমূহ হল- ১. জাহাজী শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্টিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে। ২. গত ৩০ মার্চ ২০২৩ইং এর গেজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে। ৩. মৃত্যুকালীন ক্ষতিপূরণ ১২ লক্ষ টাকা প্রদান করতে হবে। ৪. ভারতগামী জাহাজী শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং পাস, পোর্ট ভিসা ও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। ৫. বালুবাহী বাল্কহেড শ্রমিকদের উপর নৌ-প্রশাসনের হয়রানী, মিথ্যা মামলা বন্ধ করতে হবে। ৬. নৌ-পথে ডাকাতি, চাঁদাবাজি ও নৌ-প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। ৭. নিরাপদে জাহাজ রাখার পোতশ্রয় নির্মান করতে হবে এবং চরপাড়া সী-বিচ পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় উঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে। ৮. মাস্টার, ড্রাইভারশীস পরীক্ষা সহ নৌ-পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ এর সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে। ৯. চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার, যা জাহাজ মালিকদেরই সমাধান করতে হবে। ১০. সকল প্রকার জাহাজী শ্রকিকদের জন্য পোতশ্রয় নির্মাণ করে ইজারামুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ১১. বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশকৃত ১১ দফার অমিমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন উল্লেখিত দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্টি এবং শ্রমিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। দ্রুত সময়ে দাবি মানা না হলে শ্রমিকদের কর্মবিরতি পালনসহ কঠিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে ঐক্যের ডাক দিতে হবে। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো আলাউদ্দিন মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, কার্যকরী সভাপতি মো: নুরুল আলম মাষ্টার, তৌসির সুকানী, মো. জাহাঙ্গীর,, জাফর সুকানী, মো: হারুন রশিদ মাষ্টার, বাশঁখালী উপজেলা নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি মো: আজগর হোসেন তালুকদার, পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: হাছান বাদশা, কোষাধ্যক্ষ তুহিন, সদস্য রবিউল হোসেন রবি, জেলা কমিটর সহ সভাপতি মো: ইদ্রিছ মোল্লা, রেদোয়ান সুকানী, জামাল সুকানী ও মৌলানা নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad