1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে তবারুক বিতরণ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 13, 2025, 6:50 am

সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে তবারুক বিতরণ

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Thursday, June 6, 2024
  • 195 বার পড়েছে

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ অছিয়ে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র কনিষ্ঠ কন্যা উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)’র ওফাত বার্ষিকী (৬ জুন) বৃহস্পতিবার গাউসুল আযম মাইজভাণ্ডারীর পারিবারিক আবাসস্থল মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মনজিল’এ পারিবারিক আবহে পালিত হয়। এ উপলক্ষে ‘গাউসিয়া হক মনজিল’ এর পক্ষ হতে রাঙ্গুনিয়া উপজেলাধীন ৮৪টি এতিমখানা ও হেফজখানার ৪১০০ জনের মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র পক্ষ হতে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে ১০ই পৌষ চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার ৭৩৬টি এতিমখানা ও হেফযখানার ৪১ হাজার জনের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad