1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
আনোয়ারার বটতলীতে চলাচল রাস্তা দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক চট্টগ্রাম সংবাদ
October 14, 2024, 12:02 am

আনোয়ারার বটতলীতে চলাচল রাস্তা দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Friday, June 7, 2024
  • 248 বার পড়েছে
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রনধীর নাথ

চট্টগ্রামের আনোয়ারা থানাধীন ৪নং বটতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব চাঁপাতলী নাথপাড়া সড়কের দুই তৃতীয়াংশ পরিমল নাথ ও তার ছেলে কবি দীপংকর নাথ কর্তৃক জোরপূর্বক দখলে নিয়ে ভবন নির্মাণের প্রতিবাদে এবং উক্ত অবৈধ স্থাপনা অপসারণ করে দখলবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে বিশাল মানববন্ধন করে এলাকাবাসী। শুক্রবার (৭ই জুন) বিকাল ৪ টায় অত্র সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন পূর্ব চাঁপাতলী যুব উন্নয়ন সংঘ, পূর্ব চাঁপাতলী করুনানন্দ আদি গীতা সংঘ এবং পূর্ব চাঁপাতলী গিরিজানন্দ গীতা সংঘ।

পূর্ব চাঁপাতলী করুনানন্দ আদি গীতাসংঘের সহ সভাপতি রুবেল নাথের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পূর্ব চাঁপাতলী করুনানন্দ আদি গীতা সংঘের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রনধীর নাথ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনমজুর পরিমল নাথের ছেলে কবি দীপংকর নাথ দারিদ্র্যতাকে জয় করতে অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার মাদক ব্যবসার সাথে জড়িত করে এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক ব্যবসার টাকায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে বহুতল ভবন নির্মাণ করতেছে এলাকাবাসীর সরকারী চলাচল রাস্তা দখল করে। তার এমন অত্যচার ও ভূমিদস্যু কর্মকান্ড এলাকাবাসী কখনো মেনে নিবে না, তাই এই ভূমিদস্যুদের রক্তচক্ষু উপেক্ষা করে সবাই রাস্তায় নেমে মানববন্ধন করতেছে।

তিনি বলেন, ৪ বছর আগে নাথ পাড়াবাসীর এই ২৪ ফুট প্রশস্ত চলাচল রাস্তার প্রায় ১৬ ফুট দখলে নেওয়ার পাঁয়তারা করে দীপংকর। এই ঘটনায় ৫/১০/২০২০ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ প্রদান করলে একটি টিম পরিদর্শন ও পরিমাপ করে চলাচল রাস্তায় সীমানা প্রাচীর না দেওয়ার মৌখিক নির্দেশ দেন। কিন্তু দীপংকর নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারি নির্মাণ করে চলাচল রাস্তা দখলে নেয়। পরবর্তীতে ২০২৪ সালে উক্ত জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করলে ১০/০৫/২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পুনরায় অভিযোগ প্রদান করা হয়। ২১/০৫/২০২৪ ইং তারিখে উক্ত অভিযোগ শুনানীর তারিখ থাকলেও অজানা কারণে তারিখ পিছিয়ে তাদেরকে ছাঁদ ঢালাইয়ের সুযোগ করে দেওয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে জারীকারক উল্টো হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। এই দখলবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মীরা দেবী, তপশী দেবী ও রুমা দেবী প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে ৫ বছর আগেও পরিমল নাথ এবং দীপংকর নাথ দিনে এনে দিনে খেতো। এখন কোটি কোটি টাকার মালিক। তারা কিভাবে এতো টাকার মালিক হলো সেটা দুদক তদন্ত করলে নিখুঁতভাবে প্রমাণিত হবে। চলাচল রাস্তা দখল করায় জরুরি রোগী নেওয়ার জন্য একটা এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বিয়ের অনুষ্ঠান হলে একটা গাড়ী ঢুকতে পারে না। এই বিষয়ে অনেকে প্রতিবাদ করার সাহস পায় না, কারণ দীপংকরের অপর দুই ভাই রকি নাথ ও রিপন নাথ একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। ক্ষুদ্র বিষয়েও তারা সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মহড়া দেয়। তারা আরো বলেন, ২০০ জনের সরকারি চলাচল রাস্তা এভাবে একটি পরিবারের দখলে থাকবে সেটা মেনে নেওয়া যায় না। অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে চলাচল রাস্তা অবমুক্ত করতে হবে।

জানতে চাইলে দীপংকর নাথ বলেন, আমি একা রাস্তা দখল করিনি। রাস্তার পার্শ্ববর্তী সবাই খাস জায়গা দখলে রেখেছে। সবাই ছেড়ে দিলে আমিও দিবো।

মানববন্ধনে প্রায় ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad