চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হলেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম।
তিনি বর্তমানে ঢাকার মেট্রোরেলের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, বর্তমান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সদ্য নিয়োগ পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নগর পুলিশের বন্দর বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়।
পরে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।
Leave a Reply