1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
চট্টগ্রামে অস্ত্র মামলায় ১ আসামীর ১৭ বছরের কারাদণ্ড - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 13, 2025, 6:26 am

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১ আসামীর ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Tuesday, June 25, 2024
  • 133 বার পড়েছে

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১ আসামীর ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৫ জুন(রবিবার) বিজ্ঞ ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জনাব মোহাম্মাদ সরওয়ার আলম বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৯১/২০০১ মামলার আসামী মো: শহিদুল ইসলাম খোকন প্রকাশ মো: খোকন কে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং উভয় সাজা এক সাথে চলবে মর্মে আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, বোয়ালখালী থানার ল ৯(৭)২১ নং মামলায় আসামী মো: খোকন এর হেফাজত থেকে তার পরিহিত লুঙ্গির কোমরের ডান পাশে গোজানো অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার পরে পুলিশ বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ১৫জনের মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এই আসামীকে সাজা প্রদান করেন। আসামী পূর্ব থেকে হাজতে থাকায় রায় প্রচারের সময় আদালতে উপস্থিত ছিল। রায় প্রচারের পরে আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সহায়তা করেন অতি: পিপি অ্যাডভোকেট ভূপাল চন্দ্র চৌধুরী ।

জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. শহিদুল ইসলাম খোকনকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় কারাদণ্ড এক সঙ্গে চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad