বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে চান্দগাঁও থানাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষকদল ও শ্রমিকদলের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ, যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহজাহান, চান্দগাঁও থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো.শাহেদুল ইসলাম , ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো.জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজল কবির, যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, চান্দগাঁও থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড শ্রমিক দল নেতা মো. সোলেমান, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব মো.মানিক, যুবদল নেতা মোঃ শাহিনসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন ছাত্র আন্দোলনে পরাজিত হয়ে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখান থেকে দ্রুত খুনি হাসিনাকে আইনের আওতায় দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবী জানাচ্ছি।
Leave a Reply