1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
মহেশখালীতে শহিদ তানভির ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ - দৈনিক চট্টগ্রাম সংবাদ
October 13, 2024, 10:31 pm

মহেশখালীতে শহিদ তানভির ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Saturday, September 21, 2024
  • 58 বার পড়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহেশখালী উপজেলার একমাত্র শাহাদাত বরণকারী শহিদ তানভির ছিদ্দিকীর স্মৃতি রক্ষণাবেক্ষণ ও বৈষম্যবিরোধী গণবিপ্লবের বিকাশ সাধনের উদ্দেশ্য নিয়ে গত ১৯শে সেপ্টেম্বর কালারমার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে শহিদ তানভির ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহিদ তানভিরের পিতা বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাউন্ডেশনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শফিউল্লাহ রাজুকে আহ্বায়ক, রেসালত কদির, শাহজাহান মনির ও রিয়াজ মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন শহিদ তানভিরের পিতা বাদশা মিঁয়া।

এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন সাইফুদ্দিন সালমান আজিজ। পাশাপাশি সদস্য হিসেবে রয়েছেন আবু রায়হান, আরিফ উল্লাহ, আব্দুল্লাহ আল মাহমুদ ফাহিম, ফাহাদ আল মাহমুদ সৌরভ, খুরশেদ আলম।

এক সংক্ষিপ্ত বক্তব্যে আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিউল্লাহ রাজু শহিদ তানভির ছিদ্দিকীসহ যেসব শহিদের বুকের তাজা রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এদেশের ১৮ কোটি মানুষ মৃত্যুভয়কে জয়ের মাধ্যমে ফ্যাসিবাদের যে কবর রচনা করেছে, সেসব শহিদের আত্মদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

নতুন বাংলাদেশ বিনির্মাণ ও অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে শহিদ তানভির ছিদ্দিকীর এই অসীম সাহসিকতা, বিপ্লব ও আত্মদানের স্পিরিটকে বুকে ধারণ করে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশিক্ষার বিস্তারে শহিদ তানভির ছিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার শফিউল্লাহ রাজুসহ অন্যান্য বক্তাগণ।

এছাড়া বক্তাদের নির্দেশনার ভিত্তিতে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষার আয়োজন করা, বিভিন্ন বিষয় ভিত্তিক ট্যালেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নেওয়া, সমাজ থেকে মাদক-জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন নৈরাজ্য বন্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, গরিব-মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সার্বিক সহযোগিতা করা, ফ্রি চিকিৎসা ও ব্লাড ডোনেশন কার্যক্রম পরিচালনা করা এবং প্রতি বছর ১৮ই জুলাই শহিদ তানভিরের শাহাদাত বার্ষিকীতে মহেশখালীতে বিশেষ শোক দিবস পালন করাসহ সর্বোপরি দেশ মাতৃকার প্রয়োজনে শহীদ তানভির সিদ্দিকীর এই বিপ্লব ও আত্মত্যাগকে যুগান্তরের সাহস ও অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad