1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
আনোয়ারা উপজেলা বিএনপি'র সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 22, 2025, 4:12 am

আনোয়ারা উপজেলা বিএনপি’র সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

মো: আনোয়ার
  • আপডেট সময় : Tuesday, October 8, 2024
  • 90 বার পড়েছে

আনোয়ারায় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা প্রবীণ রাজনীতিবিদ আনোয়ারা উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপি’র সংগ্রামী যুগ্ম আহবায়ক বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সম্মানিত সিনিয়র সদস্য, আনোয়ারা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল চেয়ারম্যান আনোয়ারা উপজেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির আনছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলার অন্যতম প্রবীণ বিএনপি নেতা, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য মো. সেলিম উল্লা খান, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর মিত্র, সাধারণ সম্পাদক প্রদীপ ধর, রণদীন নাথ, কাজল ঘোষ, অজয় চৌধুরী, পলাশ দত্ত, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো.বদরুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.বদিউল আলম, আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউসুফ মাস্টার, আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইদ্রিছ, কাজী নুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জেলা যুবদল নেতা এম.হান্নান রহিম তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবদল নেতা মো.নাসির, যুবদল নেতা মো. আলমগীর খান, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জিয়াউর রহমান, যুবদল নেতা শাহবাজ খান, মো.শাহাজান, মো.সুলতান, মো.শাহাজান হোসেন, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা মো.আরমান উদ্দিন, মো.এনাম, মো.মহিউদ্দিন, মো.রিপন, মো.সোহেল, সেচ্ছাসেবক দল নেতা মো.জাহাঙ্গীর, আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.আনোয়ার, ছাত্রদল নেতা মো. রিফাতুজ্জামান তারেক, মো.এমদাদ হোসেন সোহেল, এসপি মুরাদ, মো. সাইদুল হক প্রমুখ।

বক্তারা দূর্গা পূজায় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে মন্ডপে মন্ডপে পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

সভায় আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad