1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 22, 2025, 4:34 am

চান্দগাঁও থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, November 18, 2024
  • 81 বার পড়েছে

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এবং এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চান্দগাঁও থানার মামলা নং-২২, তারিখ-৩০/০৮/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/ ১৪৯/৩২৬/৩০৭/৩০২/ ১০৯/৩৪ পেনাল কোড মামলার নিয়মিত আসামী মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোহান (২৪), পিতা-আব্দুস সবুর, মাতা-বিবি হাজেরা, সাং-শাহ আলম কন্ট্রাক্টরের বাড়ী, দক্ষিণ মোহরা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে চান্দগাঁও থানাধীন অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য , আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ১২ অক্টোবর, ২০২৪; জি আর নং-৪২৮, তারিখ- ১২ই অক্টোবর, ২০২৪; ধারা- 143/147/148/447 /448/436/427/ 109/506/34 The Penal Code, 1860; তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908 পাওয়া যায়।

এছাড়া অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এবং এসআই মোঃ রিদওয়ানুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চান্দগাঁও থানার মামলা নং-০২, তারিখ-০২/১০/২০২৪ইং, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ৩২৩/৩২৬/৩০৭/৪২৭ /৩৭৯/ ৩৮০/৫০৬ পেনাল কোড মামলার নিয়মিত আসামী খোরশেদ আলম (৩২), পিতা-মৃত এজাহার মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-খাজা রোড, বাদামতল, ওমর আলীর দক্ষিণ বাড়ী, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে চান্দগাঁও থানাধীন অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad