1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
সিএমপির তিন ডিসি ও দুই ওসি পদে রদবদল - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 9:20 pm

সিএমপির তিন ডিসি ও দুই ওসি পদে রদবদল

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Tuesday, January 7, 2025
  • 112 বার পড়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ পুলিশ কমিশনার (ডিসি) এবং দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমদকে সিএমপি সদর দপ্তরে বদলি করে নতুন ওসি হিসেবে সিটিএসবির মো. আবদুর রহিমকে পদায়ন করা হয়েছে।

একই আদেশে আকবর শাহ থানার ওসি রোজিনা খাতুনকে সিএমপির প্রসিকিউশন শাখায় বদলি করে সদরঘাট থানায় নতুন ওসি হিসেবে ডিবি উত্তরের মো. কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক এক আদেশে সিএমপির তিন উপ-পুলিশ কমিশনার পদেও রদবদল হয়েছে। উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরীকে (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) সিএমপির পিওএম শাখায়, ট্রাফিক দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খানকে মহানগর ডিবি পশ্চিমে এবং সিএমপির পিওএম শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খানকে নগরীর ট্রাফিক দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad