চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩রা ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বশির গাজী সঙ্গীয় এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এসআই (নিঃ) ইমরান ফয়সাল, এএসআই (নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আরিফ (২০), মোঃ সুমন (৩০), মোঃ রুবেল প্র: রবিন (২৭) এবং জাকির হোসেন (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, রাতে অভিযান চালিয়ে ৪জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply