চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৬টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বশির গাজী সঙ্গীয় এসআই (নিঃ) রাশেদুল ইসলাম, এএসআই (নিঃ) জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন – ভোলা জেলার বর্তমানে বহদ্দারহাট এলাকায় বসবাসরত মোঃ মিরাজ (১৯) এবং কক্সবাজার জেলার বর্তমানে বহদ্দারহাট এলাকায় বসবাসরত মোঃ রাকিব (২০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন,দুই ছিনতাইকারীর সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply