নিজস্ব প্রতিবেদক: যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার(১ জানুয়ারী) চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে দক্ষিণ পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ২০১৩ সালে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বরখাস্ত হয়েছিলেন। বহিষ্কারাদেশ কাটিয়ে ২০১৮ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু তাঁর স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে বিভিন্ন সময় যৌন নির্যাতন করেন এই শিক্ষক। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ছবি তোলার অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দেন তিনি। প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি। সর্বশেষ গত শনিবার এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রী।
এরপর গতকাল সকালে বই উৎসবের দিন স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। এতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও অভিভাবকরা যোগ দেন। এক পর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষককে নিজ কক্ষে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশি পাহারায় সেখান থেকে বের হন অভিযুক্ত শিক্ষক। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অভিযুক্ত শিক্ষককে অপসারণের প্রতিশ্রুতি দিলে ছাত্রীরা বিক্ষোভ থামিয়ে চলে যায়।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে স্কুল থেকে বদলি করতে সাবেক ও বর্তমান কিছু শিক্ষকের ইন্ধনে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করছিল। পরে আমি সেখানে গিয়ে মেয়রকে ফোনে বিষয়টি জানাই। প্রধান শিক্ষক আলাউদ্দিনকে স্কুল থেকে সরিয়ে দিয়ে নতুন করে নারী প্রধান শিক্ষক নিয়োগ এবং তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর ছাত্রীরা বিক্ষোভ থেকে সরে আসে।’
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, ‘যৌন হয়রানির অভিযোগে কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরে অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে প্রত্যাহার করা হয়।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল হাশেম জানান, কাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুত্ফুন নাহার জানান, হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমা বড়ুয়াকে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
Leave a Reply