নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের গণমানুষের অহংকার আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবরের সাথে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)সকাল ১০ টায় নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো আব্দুল আহাদ, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা মো গাজী জসিম, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি মো: ইউছুফ, কার্যকরী সভাপতি মো: রফিক, সাধারণ সম্পাদক সুরাত চৌধুরী, মো: ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক মিলন বড়ুয়া, মো: দিদার এবং মাহিন দে প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মো. জিকু, মো. হানিফ, মো. মান্নান, আব্দুল আলিম গিয়াস, নিজাম উদ্দিন চৌধুরী, মো. রফিক, মো. ইলিয়াছ, মো. জসিম উদ্দিন, মো. সেলিম জামান সবুজ, আল আমিন, মো. ইলিয়াস হোসেন, মো. সালাউদ্দিন, মো. দিদার হোসেন, মো. শাহ নেওয়াজ, আবু রহমান, মো. আব্দুর সবুর, মো. লিটন, মো. নয়ন মিয়া প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন- সড়ক খাতে কর্মরত শ্রমিকদের জীবন-মান উন্নয়নে নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকা যেমন জরুরী, তেমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন শ্রমিক বান্ধব সরকারের উন্নয়ন কর্মকান্ডের ন্যায় সকল শ্রেণী-পেশার শ্রমিক-কর্মচারীদের জীবনমান অগ্রগতি অব্যাহত রাখতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে জ্বালাও-পোড়াও, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।
Leave a Reply