সংবাদ ডেস্ক : পুনঃভর্তি ফি ও ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে স্কুলভর্তিতে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এগুলো করছে, তাদের তালিকা হচ্ছে। শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে কাজ করে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে। কোনো স্কুল ভর্তিতে অতিরিক্ত ফি নিলে এমপিও বন্ধ করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারও কাছে জানা থাকলে আমাদের কাছে তালিকা দিন।’
সোমবার(২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠের সংস্কার কাজ শেষে মাঠটি সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের কাছে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, দেশে মাধ্যমিক পর্যায়ে ৮০০ এর মতো সরকারি স্কুল রয়েছে। বাকি সব বেসরকারি। তাদের মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সরকার শিক্ষকদের বেতন দেয়। বাকি খরচ তারা শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নিয়ে করে থাকে। আবার এমপিওভুক্ত ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ খরচ নিজেরা বহন করে থাকে। তারপরও আমরা নির্ধারণ করে দেই শিক্ষার্থীদের কাছ থেকে কত বেতন নেওয়া যাবে। এর চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply