1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে সাংবাদিক হান্নান রহিম তালুকদারের শুভ জন্মদিন উদযাপন - দৈনিক চট্টগ্রাম সংবাদ
September 16, 2024, 12:02 am

কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে সাংবাদিক হান্নান রহিম তালুকদারের শুভ জন্মদিন উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Friday, January 6, 2023
  • 166 বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টলার গণমানুষের প্রিয় পত্রিকা দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক-প্রকাশক, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক, জনপ্রিয় আইপি টিভি Cstv24 এর চেয়ারম্যান ও বাংলাদেশ আকাশ তাঁরা সংগঠনের উপদেষ্টা তরুণ সমাজসেবক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদারের শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আকাশ তাঁরা সংগঠনের উদ্যোগে শুক্রবার ( ৬ জানুয়ারি) সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মীর মোহাম্মদ রমজান আলী প্রেম’র সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব কবি ও লেখক মোঃ নুরে আলম সিদ্দিকী।

এসময় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সভাপতি ও জাতীয় দৈনিক অর্থনীতি’র চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক ইব্রাহিম বিন তাহের, চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র যুগ্ম সম্পাদক মো. সোলেয়মান, সহ-সাধারণ সম্পাদক আহমদ নুর এরিক, এস এম রিদুয়ান, বাংলাদেশ আকাশ তাঁরা সংগঠনের উপদেষ্টা এইচ এম শাহাদাত হোসেন সাজ্জাদ, ইদ্রিস কাওয়াল নুরী, গীতিকার মোস্তফা সাগর, কমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরনবী, বাংলাদেশ আকাশ তাঁরা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আক্তার আমিরী কাওয়াল, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন সোহেল কাওয়াল, সহ-সভাপতি কাঙ্গাল মনির, প্রচার সম্পাদক সুজিত শীল, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল মাইজভান্ডারি, রুবেল কাওয়াল, আপ্যায়ন সম্পাদক দিদার কাওয়াল, হানিফ চৌধুরী, ওয়াহিদ, রানা, রশনি, মনি বেগম, জসিম, শিউলি, কাঙ্গাল মাহবুব, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ খোকন , মিটন দাশ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সরওয়ার, মুরাদ, রশিদ, মোহাম্মদ ইমন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিক হান্নান রহিম তালুকদার একজন সজ্জন ব্যক্তি। তাঁর অসাধারণ লেখনীর কারণে তিনি সাংবাদিকতা জগতে কুড়াতে পেরেছেন মান, যশ ও খ্যাতি। তিনি মানুষের বিপদ- আপদে সবার আগে ছুটে চলেন। তাঁর মাধ্যমে প্রতিনিয়ত মানুষের কল্যাণ সাধিত হয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এত সুন্দর একটি আয়োজনের জন্য বাংলাদেশ আকাশ তাঁরা সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে হান্নান রহিম তালুকদার বলেন আমার প্রতি আপনাদের এই ভালোবাসা আমার আগামী পথচলাকে আরো গতিশীল করবে। যেকোনো প্রয়োজনে তিনি সংগঠনের পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad